দেশের অর্থনীতি ধ্বংস হয়নি, বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছে: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি এও বলেছেন, 'দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং আগের চেয়ে ভালো অবস্থানে আছে।'
রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে 'নগদ-ডিআরইউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, 'গত বছরের আগস্টের আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কঠিন ছিল। এটা আমরা ভেতর থেকে জানি। কিন্তু এখন রিজার্ভ, রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এই উন্নতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।'
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনৈতিক স্থিতিশীলতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
'আগামী তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোকে সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও এগিয়ে নিতে পারে', যোগ করেন তিনি।
সাংবাদিকদের 'জনগণের কণ্ঠ' হিসেবে অভিহিত করে অর্থ উপদেষ্টা বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। আপনারা সমালোচনা করবেন, তবে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরবেন। গঠনমূলক পরামর্শ দিলে সরকার আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলকভাবে কাজ করতে পারে।
তিনি বলেন, যারা ডিআরইউ অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যা তুলে ধরলে দ্রুত সমাধানের পথ বের হয়।
মুদ্রাস্ফীতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমেছে এবং এটি আরও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ২৭ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের পুরস্কার পেয়েছেন জাগোনিউজ২৪.কমের সালাহ উদ্দিন জসিম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাজ্জাদুর রহমান, মো. শাখাওয়াত প্রিন্স, ডেইলি সানের রফিকুল ইসলাম, আমাদের সময়ের জিয়াদুল ইসলামসহ অন্যান্যরা।
