গণভোটসহ ৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে: গোলাম পরওয়ার
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দাবিতে জামায়াতসহ সমমনা আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'আমাদের দাবি আংশিক পূরণ হয়েছে। তাই দাবিগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে।'
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আট দলের লিঁয়াজো কমিটির বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তবে, ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অনির্দিষ্টকালের জন্য অবরোধের যে কর্মসূচি আজ ঘোষিত হওয়ার কথা ছিল, আজকের সংবাদ সম্মেলনে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এসময় প্রশাসনে রদবদলের (ডিসি, ইউএনও, ওসি বদলি) ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, 'একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান করব।'
আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করতে পারে- এমন প্রশ্নের জবাবে আট দলের মাঠে থাকার ঘোষণা দিয়ে পরওয়ার বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতার কর্মসূচির কোনো সুযোগ জাতি দেবে না।'
তিনি বলেন, 'রায় ঘোষণার দিন আমরা আন্দোলনরত আট দল মাঠে থাকব।'
তিনি আরও বলেন, ''আজকের বৈঠকে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন, গণভোটে সংস্কারের পক্ষে আমরা 'হ্যা ভোট' দেবো এবং সবাইকে উদ্বুদ্ধ করব 'হ্যা ভোট' দেওয়ার জন্য। কারণ আমরা গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের পক্ষে ছিলাম।''
এর আগে, আজ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন আট দলের শীর্ষ নেতারা।
বৈঠকে শফিকুর রহমান বলেন, 'একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশবাসীর মধ্যে সংশয় ও সংকট তৈরি হয়েছে । এ সংকট সরকারকেই দূর করতে হবে।'
