খুলনায় ৫ হাজার মোটরবাইকে জামায়াতের শোডাউন; সেক্রেটারি জেনারেল চাইলেন কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) সংসদ সদস্য পদপ্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৫ হাজার মোটরবাইক নিয়ে শোডাউন হয়েছে। এসময় নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখারও আহ্বান জানান গোলাম পরওয়ার।
কর্মসূচি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউনের কথা জানানো হয়।
তিনি বলেন, "যারা অতীতে ঘের দখল করেছে, মন্দির ভেঙেছে; এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়ে শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেয়ার শপথ করেছে।" তিনি অভিযোগ করেন, নৌকা, লাঙ্গল ও ধানের শীষের শাসনামলে দেশে দুর্নীতি, লুটপাট এবং ক্ষুধা-দারিদ্র্য দূর হয়নি।
তার মতে, "মানব রচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হলে দেশে শান্তি আসতে পারে না এটি প্রমাণিত। তাই আসুন আগামীতে কুরআনের রাষ্ট্র গড়ি।"
শনিবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৯ টায় শোভাযাত্রাটি খুলনার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে গুটুদিয়া, ডুমুরিয়া, খর্ণিয়া, চুকনগর, আঠারোমাইল, রুদাঘরা, রঘুনাথপুর, শাহপুর, ধামালিয়া, জামিরা, ফুলতলা, দামোদর হয়ে শোভাযাত্রাটি শিরোমনি শহীদ মিনার চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
মোটরবাইক শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় গোলাম পরওয়ার বলেন, 'এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। প্রশাসনের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন, সেই ওসি, এসপিরা সবাই পালিয়ে গেছেন। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। ইতিপূর্বে মানুষ সব দলকে দেখেছে। এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন চায়। তাই তারা বসবাসযোগ্য শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি।'
জামায়াতের এই সেক্রেটারি জেনারেল আরও বলেন, 'ইতিমধ্যে নতুন প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন এনেছে। তারা ৫৪ বছরের শাসনের দেশকে বদলে দিয়েছে। যার ধারাবাহিকতায় জাতি আগামী নির্বাচনেও দেশে একটি পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।'
তিনি আরও বলেন, 'যারা ১০০ কোটি টাকা নিয়ে নমিনেশন কিনেছে তাদের অসৎ উদ্দেশ্য আছে, তারা নির্বাচিত হলে দুর্নীতি করবে। সুতরাং, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার মধ্যদিয়ে আগামীর দেশকে পরিবর্তনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
পথসভায় হরিণটানা থানা আমির জি এম আব্দুল গফুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন খুলনা-১ আসনের প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসসহ স্থানীয় নেতারা।
