কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
ফরম সংগ্রহের পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা দেবীদ্বারে। এখানকার মাটি ও পানি আমাকে টানে। আমার রাজনৈতিক উপলব্ধি ও বোধের শুরু এখানেই। তাই আমি সংসদে দেবীদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সামনে, দেবীদ্বার কুমিল্লা-৪ আসনটি থেকে আমি আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই। সেজন্য আমি এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। যদি আমার পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়, তাহলে আমি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করব।
দেবীদ্বার দীর্ঘকাল ধরে অবহেলিত দাবি করে তিনি বলেন, 'আমার জন্মের পর থেকেই দেখেছি, দেবীদ্বার একটি অবহেলিত ও নিপীড়িত জনপদ এবং আঞ্চলিক বৈষম্যের শিকার। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং সংস্কৃতি—সবদিক থেকেই এই জনপদ পিছিয়ে আছে।'
তিনি আরও বলেন, 'আমার পূর্বপুরুষের কবর সেখানে। দেবীদ্বারের প্রতিটি মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি উপলব্ধি করছি, সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলতে হবে।'
নির্বাচনের খরচ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেটানো হচ্ছে বলে জানান এই তরুণ নেতা। তিনি বলেন, 'এই মনোনয়ন ফরমের অর্থ থেকে শুরু করে আমার নির্বাচনী খরচ সাধারণ মানুষই দিচ্ছে। আমার স্কুলের বড় ভাই, এলাকার মায়েরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৫০০, ১০০০ বা ২০০ টাকা দিয়ে এই অর্থের জোগান দিচ্ছেন।'
নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'অনেকে বলে আমরা হয়তো জামানত হারাব। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়েই দেবীদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টির জন্য নিশ্চিত হয়ে গেছে।'
উল্লেখ্য, ইতিমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।
