একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: জামায়াত
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
পরওয়ার বলেন, 'প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গেজেট প্রকাশের ঘোষণা ইতিবাচক হলেও, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত একটি নতুন সংকট তৈরি করবে।'
তিনি বলেন, 'বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রত্যেক ভোটেই কিছু না কিছু কেন্দ্রে ভোট স্থগিত বা সহিংসতার ঘটনা ঘটে। একই দিনে গণভোট হলে, একটি ভোটকেন্দ্র বন্ধ হলে জাতীয় নির্বাচন ও গণভোট উভয়ই প্রভাবিত হবে।'
তিনি আরও বলেন, 'জাতির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের মধ্য দিয়েই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হবে।'
জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, 'জামায়াতে ইসলামী ও এর সমমনা সাতটি ইসলামি ও দেশপ্রেমিক রাজনৈতিক দল ভাষণটি নিজেদের ফোরামে পর্যালোচনা করছে।'
তিনি জানান, আজ সন্ধ্যায় জামায়াতের নীতিনির্ধারণী ফোরাম নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে দলটি বিস্তারিত প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
শেষে তিনি বলেন, আন্দোলনরত আট দলের পূর্ব ঘোষিত কর্মসূচিগুলো বহাল থাকবে এবং ১৬ নভেম্বর আট দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে যৌথ প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ।
এর আগে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সনদের প্রস্তাবসমূহ নিয়ে গণভোট আয়োজন এবং আসন্ন জাতীয় নির্বাচন ইস্যুতে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।
ওই ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, জাতীয় নির্বাচনের মতোই গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে।'
