অসহনশীল আচরণকারীদের ভবিষ্যৎ ভালো হবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো দলেরই অধিকার নেই সরকারকে জিম্মি করে কিছু আদায় করার। গণতান্ত্রিক দেশে কেউ যদি সেই চেষ্টা করে, তাহলে তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে। বাংলাদেশের মানুষ এখন স্থিতিশীলতা, শান্তি ও উন্নয়ন চায়। যারা অসহনশীল আচরণ করবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমীর খসরু।
আমীর খসরু বলেন, 'ফ্রান্স চায় যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে নির্বাচন হোক। তারা জোর দিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে, তত তাড়াতাড়ি ফ্রান্স ও বাংলাদেশের বিদ্যমান সম্পর্কগুলোকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। তারা আশা করছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচন হয়, তাহলে আগামী দিনের বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও ত্বরান্বিত হবে।'
তিনি আরও বলেন, 'পরিষ্কারভাবে বলেছি- আমরা নির্বাচনে যাচ্ছি। ইতোমধ্যে ২৩৭ জনকে নমিনেশন দেওয়া হয়েছে, বাকিগুলো কয়েক দিনের মধ্যে দেওয়া হবে। নির্বাচনে অংশ না নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ঐকমত্যের ভিত্তিতে যা সই করেছি, সেটাই পালন করব।'
বিএনপি নেতা আরও জানান, 'প্রধান উপদেষ্টা যদি ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে কিছু দেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ফ্রেমওয়ার্কের বাইরে কিছু করা হয়, তাহলে বিএনপি তার জন্য দায়বদ্ধ থাকবে না- এটা পরিষ্কারভাবে বলা হয়েছে।'
