ধোলাইপাড়ে বাসের পর এবার তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন, আটক ২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা 'লকডাউন' কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে রাজধানীর তেজগাঁও স্টেশনে ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আর বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়। এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে রাজধানীর ধোলাইপাড় মোড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা দোলাইরপাড় মোড়ে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পুলিশ চেকপোস্টের পাশে ভিড়ের মধ্য থেকে এক দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংক সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
এছাড়াও শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
টিএসসিতে ককটেল বিস্ফোরণ
এদিকে আজ রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পরপর দুবার বিকট শব্দ শোনা যায়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
