রায়েরবাজারে ৬ পেট্রোলবোমা উদ্ধার, জিগাতলায় ৪ ককটেলসহ আটক ১
রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি পেট্রোলবোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যা ৬টর দিকে এসব পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার করা হয়।
এদিকে জিগাতলায় ৪টি ককটেলসহ একজন আটক করেছে পুলিশ। তার নাম ইয়াছিন। বাড়ি পিরোজপুরে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের ধারণা- আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ডাকা 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে দুর্বৃত্তরা তিনরাস্তা, রায়েরবাজারসহ মোহাম্মদপুর এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এ উদ্দেশ্যে বিস্ফোরকগুলো মজুত করা হয়।
উদ্ধার করা পেট্রোলবোমা ও ককটেল র্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, র্যাব-২ সিপিএসসির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল।
র্যাবের এই কর্মকর্তা জানান, লকডাউন ঘিরে কেউ যাতে নাশকতা বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না করতে পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
