আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
এর আগে সকালেই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভা নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হলেও এদিনের বৈঠকে বিশেষভাবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের এজেন্ডার মধ্যে এক নম্বরে রয়েছে জুলাই সনদ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি: বাসস
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে সকালেই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভা নিয়মিত সাপ্তাহিক বৈঠকের অংশ হলেও এদিনের বৈঠকে বিশেষভাবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের এজেন্ডার মধ্যে এক নম্বরে রয়েছে জুলাই সনদ।
