অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করতে চট্টগ্রাম পুলিশ কমিশনারের নির্দেশে আসকের উদ্বেগ
অস্ত্রধারীদের সন্ত্রাসীদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র প্রকাশ্যে গুলি চালানোর যে নির্দেশ দিয়েছেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক এই উদ্বেগের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার। আসক পুলিশ কমিশনারের এ বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের নির্দেশ সরাসরি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উৎসাহিত করার শামিল, যা সংবিধান, আইনের শাসন ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি বলে মনে করে আসক।
আসক সংশ্লিষ্ট সবাইকে মনে করিয়ে দিতে চায়, বাংলাদেশ সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ব্যতীত হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আসক জোর দিয়ে বলছে, এ ধরনের বক্তব্যের বিষয়ে সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সদস্যদের মানবাধিকার ও সংবিধানসম্মত দায়িত্ব পালন সম্পর্কে যথাযথ বার্তা দিতে হবে। সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে যে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুলি চালানোর নির্দেশ রাষ্ট্রের নীতি ও আইনি কাঠামোর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
আসক দৃঢ়ভাবে বিশ্বাস করে, রাষ্ট্রের প্রথম ও প্রধান দায়িত্ব হলো নাগরিকের জীবন ও মর্যাদা রক্ষা করা। চট্টগ্রাম পুলিশ কমিশনারের এ ধরনের বক্তব্য দায়িত্বশীল প্রশাসনিক আচরণের পরিপন্থি এবং ন্যায়বিচার ও মানবাধিকারের মৌলিক নীতিকে চ্যালেঞ্জ করে। আসক মনে করে, এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, অন্যথায় এমন নির্দেশ বা মনোভাব ভবিষ্যতে প্রাণহানি ও বিচারবহির্ভূত ঘটনার আশঙ্কা সৃষ্টি করতে পারে, যা গণতান্ত্রিক রাষ্ট্র ও আইনের শাসনের জন্য অপ্রত্যাশিত।
