জামায়াতের সঙ্গে আইএমএফের বৈঠক, অর্থনীতি-করব্যবস্থা নিয়ে আলোচনা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশের মিশন চিফের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে উপস্থিত ছিলেন আইএমএফ-এর ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চীফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং জনাব শফিউল্লাহ।
বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিক খাত, করব্যবস্থা এবং সামাজিক খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
