মিরপুরে ৩ ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে আজ সোমবার সন্ধ্যায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মেরুল বাড্ডা ও শাহজাদপুরের পর ধানমন্ডিতে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মিরপুর-১০ এলাকায় সন্ধ্যায় দুর্বৃত্তরা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপত্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। তবে কীভাবে আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসটিতে আগুন লেগেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চার স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি, মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আখতারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান 'প্রবর্তনা'র সামনে ও সীমানার ভেতরে দুটি, ধানমন্ডি মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ধানমন্ডি ৯/এ এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনের আরও দুটি ককেটল বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে ভোর ৫টা ৪০ মিনিটের দিকে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং সোয়া ৬টার দিকে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয় হয়।
