আপনারা ডাকেন, আমরা আলোচনায় যাব: বিএনপির উদ্দেশে জামায়াত নেতা আযাদ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, রাজনৈতিক সংকট সমাধানের জন্য আমাদের আহ্বানে বিএনপি প্রকাশ্যে জানিয়েছে যে তারা আলোচনায় বসবেন না। আমরাও প্রকাশ্যে বলে দিচ্ছি- আপনারা ডাকেন, আমরা আলোচনায় যাব।
তিনি বলেন, 'বিএনপি আলোচনায় অংশ না নেওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে এবং জাতীয় ঐক্যের সুযোগ নষ্ট হচ্ছে।'
সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতসহ সমমনা আটটি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আটদলীয় লিয়াজোঁ কমিটির পক্ষে ব্রিফিংয়ে আযাদ বলেন, 'যেটা স্বাক্ষরিত জুলাই সনদ সেটা বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ ছিল না। জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়া পৃথক। দুইটি আলাদা পার্ট। পাঁচদিন এ জন্য আলাদা আলোচনা হয়েছে। কিন্তু ওনারা (বিএনপি) দুটাকে মিলিয়ে ফেলছেন। এজন্য প্রতারণাসহ নানা অভিযোগ তুলছেন।'
তিনি আরও বলেন, 'আমরা প্রকাশ্যে বলে দিয়েছি, বিএনপি ডাকলে আমরা আলোচনায় বসব। কিন্তু তারা সেই ডাক দেয়নি। এতে প্রমাণ হয়, আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান চেয়েছিলাম। আমরা আশা করব, বিএনপি জাতীয় স্বার্থে দলীয় স্বার্থ ত্যাগ করে জুলাই সনদ বাস্তবায়নে এগিয়ে আসবেন।'
জামায়াতের এ নেতা বলেন, 'বিএনপি যদি আলোচনায় আগ্রহ দেখাত, তাহলে রাজনৈতিক সংকটের সমাধান আগেই আসত। একটা দল (বিএনপি) বলে, তারা জামায়াতের সঙ্গে বসবে না- এটা অতীতের খারাপ রাজনৈতিক সংস্কৃতি।'
সরকারের সমালোচনা করে আযাদ বলেন, 'জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে সরকার সময়ক্ষেপণ করছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা যেত। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেছে, আপনারা সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন।'
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আটদলীয় জোটের পূর্বঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে আযাদ বলেন, 'আমরা আশা করছি লাখ লাখ মানুষের সমাগম হবে এবং সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে।'
