অবকাঠামো, কেন্দ্রের নিকটে প্রভাবশালীদের বাসা, থানা থেকে দূরত্ব বিবেচনায় নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্র 'ঝুঁকিপূর্ণ'
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুই-তৃতীয়াংশ ভোটকেন্দ্রকে প্রাথমিকভাবে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন সামনে রেখে গত ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভায় এই তথ্য জানানো হয়। নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন বাহিনী প্রধান, বিভাগ প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিনিধি জানান, ইতোমধ্যে এসবি ৮,২২৬ টি অধিক ঝুঁকিপূর্ণ; ২০,৪৩৭টি ঝুঁকিপূর্ণ এবং ১৩,৪০০টি সাধারণ ভোটকেন্দ্রকে চিহ্নিত করেছে। প্রাথমিক হিসাবে, প্রায় দুই-তৃতীয়াংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। প্রায় ৪২ হাজার কেন্দ্র বিবেচনায় নিয়ে সেখানে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা জানানো হয়।
তিনি আরও জানান, এক্ষেত্রে ভোটকেন্দ্রের ভৌত অবকাঠামো, থানা থেকে দূরত্ব, কেন্দ্রের নিকটবর্তী প্রভাবশালীদের বাসস্থান ইত্যাদি বিবেচনায় নেওয়া হয়েছে। এছাড়া, সীমান্তবর্তী ভোটকেন্দ্র, সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ভোটকেন্দ্রের তালিকা শনাক্ত করা হয়েছে।
সভায় মাঠ কার্যালয়ে দায়িত্ব পালনে বাহিনীর আন্তঃকমান্ড নির্বাচন কমিশন হতে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। এছাড়া, নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব প্রদান করার পরামর্শও দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
