টঙ্গীর মিলগেটে তুলার গোডাউনে ভয়াবহ আগুন, ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান মিয়ার একটি টিনশেড তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের অন্যান্য গুদামে। আগুনের তীব্রতায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে টঙ্গীর মিলগেট এলাকায় একটি টিনশেড গোডাউন থেকে ধোয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ায় আরও চারটি ইউনিট যুক্ত হয়। ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঘটনাস্থলের কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় অনেক দূর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান, 'তাৎক্ষণিকভাকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো খবর জানা যায়নি।
