প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে দ্য আর্থশট প্রাইজ-২০২৫ জিতল ‘ফ্রেন্ডশিপ’
সমন্বিত ও সামগ্রিক উন্নয়ন মডেলের জন্য বাংলাদেশি এনজিও 'ফ্রেন্ডশিপ'কে 'ফিক্স আওয়ার ক্লাইমেট' ক্যাটাগরিতে আর্থশট প্রাইজ-২০২৫ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম এ প্রাইজ চালু করার পর থেকে এটাই প্রথমবার কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান এ সম্মান অর্জন করল।
বিশ্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ পরিবেশগত সম্মান হিসেবে বিবেচিত এ পুরস্কারটি বুধবার (৫ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে হওয়া এক অনুষ্ঠানে প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্যে এক মিলিয়ন পাউন্ড।
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান পুরস্কার গ্রহণকালে বলেন, 'বাংলাদেশের পক্ষ থেকে আর্থশট প্রাইজ পাওয়া আমাদের জন্য বিশাল সম্মানের। আমাদের এ সাফল্য সবার, বিশেষ করে তাদের যাদের সঙ্গে আমরা কাজ করি এবং যাদের জন্য আমরা কাজ করি।'
তাদের মডেলটি ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-এর প্রতিটি বিষয়কে অন্তর্ভুক্ত করে, যাতে সামগ্রিক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন সম্ভব হয়। মডেলটি এমনভাবে করা হয়েছে যেন উন্নয়নের প্রতিটি দিককে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া যায়, যাতে মানুষের জীবনযাত্রা ও জীবিকা উন্নত হয়।
প্রতিষ্ঠানটির মাধ্যমে এ পর্যন্ত ২০০ হেক্টরেরও বেশি এলাকায় ৬ লাখ ৫০ হাজারের বেশি ম্যানগ্রোভ গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণেও অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, ফ্রেন্ডশিপ পূর্বেও রয়েল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস অ্যাওয়ার্ড ২০২১ জিতেছিল এবং আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড ২০১৬ পেয়েছিল।
