এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, দাম ১০ হাজার টাকা
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের দাম ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য এর দাম ২ হাজার টাকা নির্ধারণ করেছে দলটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি এই ঘোষণা দেয়।
দলটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি অল্প কিছু প্রভাবশালী মানুষের হাতে সীমাবদ্ধ ছিল। এবার সেই সংস্কৃতি ভাঙতে চায় এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে তিনভাবে—
১. সরাসরি কেন্দ্রীয় কার্যালয়ে এসে
২. অনলাইনে nomination.ncpbd.org ওয়েবসাইটের মাধ্যমে
৩. বিভিন্ন অঞ্চলের মুখ্য সংগঠক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।
এসময় মনোনয়ন ফর্মে ব্যক্তিগত ও রাজনৈতিক তথ্যের পাশাপাশি নৈতিকতা, স্বচ্ছতা এবং 'নতুন রাজনীতি' সম্পর্কে প্রার্থীর ধারণা জানতে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে।
আবেদনকারীদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত এবং একটি নামমাত্র ফিও জমা দিতে হবে।
রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা ও বরিশাল—এই ১০ বিভাগে মনোনয়ন কার্যক্রম তদারকির জন্য দলটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দিয়েছে।
সাধারণ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে শ্রমিক, কৃষক, মজুর ও প্রান্তিক শ্রেণির আবেদনকারীদের জন্য ফি রাখা হয়েছে ২ হাজার টাকা।
পার্টির পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে।
