সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত
বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
ছবি: জহির রায়হান/টিবিএস
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
বুধবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে জামায়াতে ইসলামীর ২ সদস্যর প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
দলটির পক্ষ থেকে জানা গেছে, 'জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করার দাবি জানাবেন তারা।'
