আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না: মাহমুদুর রহমান
আগের ইতিহাস বলে এখন আর ভোট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, 'আগের ইতিহাস বলে বলে এখন আর ভোট পাওয়া যাবে না। এখন জনগণ দেখতে চায় যাকে ভোট দেবে সে ভালো কি না। ভালো আর মন্দ থাকলে, জনগণ ভালোকেই ভোট দেবে।'
শনিবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাহমুদুর রহমান মান্নার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ছাত্র ঐক্য।
এসময় ছাত্র সংগঠনটি কল্যাণ রাষ্ট্রের ৯ দফা আহ্বানপত্র ঘোষণা করে।
ডাকসু-জাকসু নির্বাচনের বিষয়ে মাহমুদুর রহমান বলেন, 'শিবির জিতল কীভাবে? ভালো ব্যবহার করলে, আচরণ করলে, কাজ করলে মানুষ ভোট দেবে। ছাত্ররা রাজাকারের কথা জিজ্ঞেস করলেও, তারা শিবিরকে ভোট দিচ্ছে। কারণ শিবির বলছে আমরা তো রাজাকার না, আগের মানুষ কী করেছে তার দায়ভার আমাদের না। তাদের বিপরীতে যারা ছিল তারা তো ভালো কিছু করেনি। এজন্যই তারা [শিক্ষার্থীরা] শিবিরকে বেছে নিয়েছে।'
তিনি বলেন, 'একইভাবে জামায়াত দুর্গাপূজা, দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধের কথা বলছে। ফলে মানুষ ভালো মানুষকে বেছেই ভোট দেবে।'
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, 'বাংলাদেশ শান্তির দেশ হতে পারে। নদীর মতো রঙিন হতে পারে।'
মাহমুদুর রহমান বলেন, 'সাড়ে তিন মাস পরে যে নির্বাচন হবে ওই সরকারে যারা আসবে, তারা যদি ভালো করে তাহলে দেশ ভালো থাকবে। সাধারণভাবে মনে হয় বিএনপি সরকার গঠন করবে। তাদের ওপরের নেতারা ভালো কথা বলেন। তারা বলেন যে সাড়ে ৭ হাজার বহিষ্কার করেছেন। তারা কি অপরাধ থামাতে পেরেছেন? তাদের নিচের লেভেলের নেতারা ঠিকই চাদাবাজি, অপরাধ করে যাচ্ছে।'
শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন, 'শেখ মুজিব তার খাদ্যমন্ত্রীকে মালাউন বলে ডাকতেন। তিনি হিন্দু বলতেন না, তাদের পছন্দও করতেন না। এমনকি তিনি কলকাতা রায়টের একজন অন্যতম পান্ডা ছিলেন। অথচ তিনি স্বাধীন বাংলাদেশে ধর্মনিরপেক্ষের ধারক হয়ে গেল।'
তিনি আরও বলেন, 'মানুষ আসলে যেটা জানে সেটাই ইতিহাস হয়ে যায়, অথচ মূল বিষয় আড়ালে চলে যায়।'
মুহাম্মদ আলী জিন্নাহ ও মহাত্মা গান্ধী সম্পর্কে তিনি বলেন, 'জিন্নাহ ছিলেন একজন আপাদমস্তক সেক্যুলার ব্যক্তি; জীবনেও ধর্মকর্ম করেননি, নামাজ পড়েনি। অথচ তিনি মুসলিম লীগের সভাপতি। অথচ গান্ধী ছিলেন ধর্মকর্ম করা আপাদমস্তক ব্রাহ্মণ। অথচ তিনিই হলে ধর্মনিরপেক্ষ ভারতের জনক।'
