রাজধানীতে মেট্রোরেল সেবা আবার পুরোপুরি চালু
আজ (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর সব রুটে আবারও চালু হয়েছে মেট্রোরেল সেবা।
বুধবার (২৯ অক্টোবর) আগারগাঁও–শাহবাগ অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর সকালে ফের পুরো রুটে মেট্রো সার্ভিস স্বাভাবিক হয়েছে।
এর আগে, গতকাল রাত ৯টার দিকে মেট্রোরেলের আগারগাঁও–শাহবাগ অংশে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া, সম্প্রতি ফার্মগেট এলাকায় মেট্রোরেলের কাঠামো থেকে বিয়ারিং প্যাড পড়ে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায়ও মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়েছিল।
গত রোববার ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিয়ারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর পরেরদিন সকাল ১১টার দিকে মেট্রোরেলের সব রুটে আবারও পুরোপুরি চালু হয় ট্রেন চলাচল।
