মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় মামলা
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। নিহত আবুল কালাম আজাদের (৩৫) স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ওই পথচারী নিহত হন।
আবুল কালাম আজাদ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চকদারের ছেলে। তিনি উত্তরার একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। আজ সকাল ৯টায় ঈশ্বরকাঠি গ্রামে তাকে দাফন করা হয়।
