দাবি আদায়ে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিলেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা

তিন দফা দাবি আদায়ে বিকেলে ৫টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষকরা। দাবি না মানলে বিকেল ৫ টায় যমুনা অভিমুখে 'মার্চ টু যমুনা' করবে আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ৩টার দিকে জাতীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এদিন শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষকদের একটি প্রতিনিধি দল।
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, 'বৈঠকে ৫ শতাংশ বাড়ি ভাড়া বাড়াতে চান তারা। তবে আমরা এ প্রস্তাবে রাজি হইনি। আমাদের তিন দফা দাবি এই মাস থেকেই বাস্তবায়ন করতে হবে।'
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, 'আমরা সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, বিশৃঙ্খলাও করতে চাই না। কিছুটা ছাড় দিয়ে আমরা শ্রেণিকক্ষে ফিরতে চাই। আমরা বলেছিলাম যে প্রজ্ঞাপন হবে ২০ শতাংশের। এই বাজেট থেকে ১০ শতাংশ বাস্তবায়ন হবে, বাকি ১০ শতাংশ আগামী বাজেট থেকে হবে।'
তিনি বলেন, 'কিন্তু তারা তাদের অবস্থান থেকে এক চুলও সরেননি। তারা তাদের ৫ শতাংশ বৃদ্ধির জায়গাতেই থেকেছেন। শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে আলোচনার নামে প্রহসন করেছেন।'
তিনি আরও বলেন, 'দাবি আদায়ে প্রয়োজনে শহীদ মিনার থেকে আমাদের লাশ যাবে, কিন্তু প্রজ্ঞাপন ছাড়া যাব না। আমরা সরকারকে বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই।'
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে দেলোয়ার হোসেন আজিজী বলেন, '৫টার মধ্যে আপনি এর সমাধান করুন। আমাদের আবেদন বিবেচনায় না নিলে প্রধান উপদেষ্টার বাসভবন উদ্দেশে পদযাত্রা করতে বাধ্য হব।'
গত রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে লাগাতার কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক-কর্মচারীদের বাকি দুটি দাবি হলো শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।