শিক্ষক হেনস্তা ও সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ খসড়া বাতিলের দাবিতে সাইন্সল্যাবে ঢাকা ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষক হেনস্তার প্রতিবাদে ও কলেজের স্বাতন্ত্র্য রক্ষায় সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে সায়েন্সল্যাবে অবরোধ করে আন্দোলন করছে ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে তারা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেয়। শিক্ষার্থীরা বলেন, এই পদক্ষেপ কলেজটির স্বতন্ত্র পরিচয় ও একাডেমিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলবে।
এদিকে অবরোধের কারণে যানচলাচল বন্ধ রয়েছে এবং ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীরা এসময় শিক্ষক কর্মচারীদের হয়রানির ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে, যেন পক্ষপাতহীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
অপরদিকে ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের নিন্দা জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। তারা এর প্রতিবাদে সারাদেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গতকাল (১৩ অক্টোবর) উচ্চমাধ্যমিক বহাল ও কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা।