মিরপুরের বিহারী ক্যাম্প এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত

রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্প এলাকায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে মোহাম্মদ তামিম (১০) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিহারী ক্যাম্পের একটি মসজিদের পাশের এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন।
তামিম মিরপুর-১ নম্বর বিহারী পাড়া আনসার ক্যাম্পের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। শিশুটির নানা মো. জালাল জানান, তামিম খেলার সময় মসজিদের পাশ থেকে কুড়িয়ে পাওয়া একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করছিল। এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে তামিমের ডান হাত ও পেটের ডান পাশে গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকের বরাত দিয়ে মো. জালাল বলেন, 'চিকিৎসক তাকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।'
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি মিরপুর মডেল থানা-পুলিশকে জানানো হয়েছে। ককটেলটি কোথা থেকে এসেছে এবং কীভাবে শিশুর হাতে পৌঁছাল, তা নিয়ে অনুসন্ধান চলছে৷