সবজির দামে সামান্য ওঠা-নামা; স্থিতিশীল ডিম, মাংসের বাজার

সবজির বাজারে দামের ওঠানামা থাকলেও ডিম, মাংস ও চালের বাজার মোটামুটি স্থিতিশীল। তবে ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাজারে গিয়ে নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে।
নিউমার্কেটে সবজি কিনতে আসা গৃহিণী রোজিনা আক্তার বলেন, 'প্রতিদিন বাজারে এসে নতুন দাম শুনতে হয়। গত সপ্তাহে যে বেগুন ৮০ টাকায় কিনেছি, আজ তা ১৬০ টাকা! এক কেজি সবজি কিনলেই ১০০ টাকা চলে যায়। বাচ্চাদের জন্য ফলমূল বা মাছ কিনে খাওয়ানো এখন বিলাসিতা হয়ে গেছে।'
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর হাতিরপুল, কাওরান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা যায়, কেজিপ্রতি কাঁচা মরিচ ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০–১০০ টাকা, গাজর ৮০–১২০ টাকা এবং শিম ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, পটোল ও কাঁকরোল ৮০ টাকা, চিচিঙ্গা ও ধুন্দল ৬০ টাকা, শসা ৫০ টাকা, মুলা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৮০ টাকা, কচুমুখী ৫০ টাকা এবং পেপে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
নিউমার্কেটের সবজি বিক্রেতা হাফিজুল ইসলাম বলেন, 'আমরাও চাই দাম কম থাকুক, তাহলে বিক্রিও ভালো হয়। কিন্তু পাইকারি বাজার থেকেই সব কিছুর দাম বেড়ে আসছে। পাইকারি দামের ওঠানামার কারণে আমাদেরও বাধ্য হয়ে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'
মাংসের বাজারে দামের তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি সোনালি কক মুরগি ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙ্গাস ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে; ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়।
মসলার বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। কিসমিস কেজিপ্রতি ৮০০ টাকা, আলুবোখারা ৭০০ টাকা, এলাচ ৪৮০০–৫২০০ টাকা, লবঙ্গ ১৭০০–১৮০০ টাকা, জিরা ৭০০ টাকা এবং গোলমরিচ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি আদা ১৩০ টাকা ও চায়না আদা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৭০ টাকা। দেশি রসুনের দাম কেজিপ্রতি ১০০ টাকায় অপরিবর্তিত থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আর হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকায়।
চালের বাজারে সামান্য পরিবর্তন দেখা গেলেও তা এখনো স্থিতিশীল। মিনিকেট চাল কেজিপ্রতি ৭৮–৮০ টাকা এবং পোলাও চাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, মুগ ডাল ১৬০ টাকা, খেসারি ১০০ টাকা এবং বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।