ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সুমন আহমদ। তিনি এয়ারপোর্ট থানাধীন লালবাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিমানন্দর সংশ্লিষ্ট কয়েকজনের অভিযোগ, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মারা যান সুমন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, 'নিহত যুবক কেন সেখানে গিয়েছিলেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয় লোকজন কিছু অভিযোগ করছেন। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।'
এ ব্যাপারে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, 'আমাদের ধারণা তিনি চুরির উদ্দেশ্যেই রানওয়েতে প্রবেশ করেছিলেন। চুরির কিছু আলামতও মিলেছে। পুলিশ কাটার মেশিন উদ্ধার করেছে।'
ওই যুবক কীভাবে রানওয়েতে প্রবেশ করলেন এ প্রশ্নে তিনি বলেন, 'ওই সময়ে আমরা ফ্লাইট অপারেশনে ছিলাম। আমাদের রানওয়ের চারপাশে সীমানা দেয়াল আছে। আমরা সারারাত টহলও দেই। তবু কীভাবে তিনি ঢুকে পড়লেন তা বুঝা যাচ্ছে না। কেউ যদিও চুরির জন্য বেপোরোয়া হয়ে যায়, তাকে ঠেকাবেন কীভাবে?'