গণভোট নিয়ে ঐকমত্য কমিশনের পঞ্চম দিনের আলোচনা শুরু

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনা শুরু করেছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে কমিশন। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন আলোচনা চললেও তখন কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
তবে গত ৫ অক্টোবর গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়। আজকের আলোচনায় সেই গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।