নীতিনির্ধারণে নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: শ্রম উপদেষ্টা

নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ানো ব্যতীত টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত দুইদিনব্যপী 'হরাইজোন ফেস্ট: সেলিব্রেটিং উইমেন, স্কিলস এন্ড এমপ্লয়মেন্ট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ।
এম সাখাওয়াত হোসেন বলেন, 'নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ক্ষমতায়নের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বিদেশগামী নারী শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে পাঠানো জরুরি।'
তিনি আরও বলেন, 'আমাদের সমাজে নারীরা শুধু শ্রমশক্তি নয়, নেতৃত্বের শক্তিও। সেই নেতৃত্বের জায়গায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করলেই প্রকৃত অর্থে উন্নয়ন টেকসই হবে।'
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, 'নারীরা আজ আর কেবল উন্নয়নের অংশ নয়; তারা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও নেতৃত্বে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।'
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, 'নারীর ক্ষমতায়ন কোনো পাশ্চাত্য ধারণা নয়, এটি একটি সার্বজনীন প্রয়োজন। কোনো দেশ বা সমাজ তার অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কখনো টেকসই ও সফল হতে পারে না। নারীরা যখন দক্ষতা, শিক্ষা ও সুযোগের সমান অধিকার পায়, তখন পুরো সমাজই সমৃদ্ধ হয়।'
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত এ উৎসবটি জিআইজেড বাংলাদেশের এডভান্স প্রকল্পের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। এতে নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সাফল্য তুলে ধরার পাশাপাশি লিঙ্গসমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
দুই দিনব্যাপী এই উৎসব চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এতে ইন্টারঅ্যাকটিভ সেশন, প্রদর্শনী ও আলোচনা পর্বের মাধ্যমে দক্ষতাভিত্তিক কর্মসংস্থান এবং বাংলাদেশের পরিবর্তনশীল শ্রমবাজারে নারীর নেতৃত্ব বিকাশের সুযোগগুলো তুলে ধরা হবে।