জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে রাজনৈতিক ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, 'সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণভোট আয়োজনের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ, এবং আমরা আশাবাদী যে অন্যান্য ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে।'
আজ (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা শেষে তিনি এ কথা জানান।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, 'ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত সংসদ যেন মৌলিক পরিবর্তন করতে পারে, এজন্য এই আইনসভাকে এমনভাবে চিহ্নিত করা দরকার, যাতে সংবিধানের সংস্কার টেকসই হয়।'
তিনি আরও বলেন, 'কিছু দল ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়ার কথা বললেও, তারা এখন সেখান থেকে সরে আসছে। অনেক দলই দলগত অবস্থান পরিবর্তন করছে এবং ঐকমত্যের জন্য তারা কাছাকাছি অবস্থানে এসেছে।'
তিনি জানান, 'ত্রিশটি রাজনৈতিক দলের তিন-চতুর্থাংশের প্রতিনিধির নাম পেয়েছি জুলাই সনদ স্বাক্ষরের জন্য।'
এর আগে আজ সকালে জাতীয় ঐকমত্য কমিশন ৮৪টি সংস্কার প্রস্তাবনা সম্বলিত 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দিনের মতো আলোচনা শুরু করে।
বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনা শুরু হয়।