লক্ষ্মীপুরের সাবেক এমপি নয়নের বাড়িতে ফের ভাংচুর ও অগ্নিসংযোগ

লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসায় ফের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১ অক্টোবর) বিকেলে শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় নয়নের বাড়িতে কয়েকজন যুবক এসে 'জুলাই যোদ্ধা' পরিচয়ে আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সংস্কার কাজ চলমান থাকায় একটি নিরাপত্তা দেয়ালও ভেঙে দেওয়া হয়।
এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এবং তার আগে ২০২৪ সালের ৫ আগস্টও একইভাবে নয়নের বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল।
সংস্কার কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিক আব্দুল মাজেদ বলেন, 'আমরা সংস্কার কাজ করছিলাম। বিকেল ৫টার দিকে কয়েকজন যুবক এসে কাজ বন্ধ করতে বলে। পরে তারা একটি দেয়াল ভেঙে ফেলে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।'
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন আত্মগোপনে রয়েছেন।