‘এতে ভয় পাই না’: নিউইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের হামলার শিকার আখতার হোসেন

নিজেদের আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সোমবার বলেন, 'ফ্যাসিবাদ-বিরোধী ঐক্যের' কারণে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে পারবে না।
জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে বের হওয়ার পর আখতার হোসেন এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা একটি ছোট আওয়ামী লীগ সমর্থক দলের মুখোমুখি হন।
তারা গাড়িতে ওঠার সময় দলটি স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আখতার হোসেনের ওপর ডিমও ছোঁড়া হয়।
নিউ ইয়র্কের একটি হোটেলে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, 'আওয়ামী লীগের সমর্থকরা বিদেশেও সেই একই ভয় দেখানোর কৌশল ব্যবহার করছে যা তারা বাংলাদেশে করতো। আমরা এতে ভয় পাই না।বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বোচ্চ সাহস দেখিয়েছে এবং জীবনও উৎসর্গ করেছে। তারা ঐক্যবদ্ধ থাকবে এবং আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরতে পারবে না।'
তিনি আরও বলেন, 'আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই। অতএব, কারও ভাঙা ডিমে আমাদের কিছু যায়-আসে না।'
ডা. তাসনিম জারা ঘটনার সময় কটুক্তির শিকার হন। তিনি হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি রাজনীতিতে নারীদের প্রতি বিরোধিতার একটি বৃহত্তর প্রবণতার সঙ্গে সম্পর্কিত।
তিনি বলেন, 'এটি কোনো নতুন ঘটনা নয়। আমরা দেখেছি, যারা আন্দোলনের সময় সামনের সারিতে ছিলেন এবং এখন রাজনীতিতে যুক্ত হচ্ছেন, তাদের লক্ষ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে কীভাবে প্রহসন চালিয়েছে। আজ আমরা সেটিরই প্রতিফলন দেখলাম।'
তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের ঘটনা তাদের রাজনৈতিক লক্ষ্যকে থামাতে পারবে না।
ডা. তাসনিম বলেন, 'এতে আমরা থামবো না। আরও অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।'
তিনি আরও বলেন, 'এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।'
ডা. তাসনিম বলেন, 'এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রতিফলন। এটি আখতার হোসেনকে দুর্বল করবে না, বরং তার সংকল্পকে আরও শক্তিশালী করবে।'
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।