টানা বৃষ্টিতে ডুবল সড়ক, ভোগান্তিতে ঢাকাবাসী

রাজধানী ঢাকা সোমবার সকাল থেকে অতিবৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও আজ সকাল পৌনে ৬টায় ভারী বর্ষণ শুরু হলে তা টানা সকাল ৭টা পর্যন্ত চলে।
ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও পেশাজীবীরা।

ঢাকার মিরপুর, গ্রিনরোড, মালিবাগ, ধানমন্ডি, বাড্ডার কিছু সড়ক, বাসাবো, ফার্মগেটসহ আরও বেশ কয়েকটি এলাকার সড়কে পানিবন্দি অবস্থায়ই অফিস ও স্কুলে যেতে হচ্ছে নগরবাসীকে।
এদিকে ঢাকায় সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা দ্রুত নিরসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম গঠন করেছে।

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে জলাবদ্ধতা হলে কমেন্ট করে জানাতে বলেছে ডিএনসিসি। তাদের কুইক রেসপন্স টিম দ্রুতই সেখানে পৌছে যাবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ঢাকায় আজ সকাল পর্যন্ত ৯ ঘণ্টায় ১০৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

বিএমডির আবহাওয়াবিদ হাফিজুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পরবর্তী ৩ ঘণ্টায়, অর্থাৎ সকাল ৯টা পর্যন্ত, আরও ৭১ মিমি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত মৌসুমি বাতাসের প্রভাবে হয়েছে। এ বৃষ্টি আরও ১-২ দিন পর্যন্ত চলতে পারে।'

কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছিল প্রচণ্ড গরম। গত শনিবার থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল যে আজ থেকে বৃষ্টি বাড়তে পারে।