রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বহাল, তদন্তে দুই কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা স্থগিতে উপাচার্যের নেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে সিন্ডিকেট।
এ ছাড়া উপ-উপাচার্যকে অবরুদ্ধ ও লাঞ্ছিত করাসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তদন্তে পাঁচ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন এবং নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার সুপারিশ করেছে সিন্ডিকেট।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, গতকাল রাতে উপাচার্যের আদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য পুনর্বহালকৃত পোষ্য কোটায় ভর্তি স্থগিত করা হয়। আজকের সিন্ডিকেট সভায়ও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
তিনি বলেন, 'বিষয়টি চূড়ান্তভাবে কয়েকটি বডির মাধ্যমে প্রকাশ করা হবে।'
তিনি আরও বলেন, 'গতকাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি করার সুপারিশ গৃহীত হয়েছে।'
সভা থেকে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।