ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় নারী শাখার মজলিশে শুরায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'আল্লাহর রহমতে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে তিন শত আসনে নির্বাচন করার আশা করি।
'নির্বাচনে বিজয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি', যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, 'বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। অনেকে এখনো অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করছি। আমাদের সকলের কুরবানি আল্লাহ কবুল করে আমাদের সবাইকে উচ্চ মর্যাদা দান করুন।'
তার ভাষ্যে, 'আওয়ামী 'ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতারা নানাভাবে কারাভোগ ও দমন-নিপীড়নের শিকার হয়েছেন। সেই ত্যাগ-তিতিক্ষার মাধ্যমেই আজ কাজ করার তুলনামূলক স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।'
দলীয় কর্মীদের প্রতি বিনয়ী থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।'