জুলাই সনদ নিয়ে আলোচনা চলমান সত্ত্বেও আন্দোলন করা ‘স্ববিরোধী’: সালাহউদ্দিন

জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় কয়েকটি ইসলামপন্থী দলের একই দাবিতে একই কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'আলোচনা চলমান থাকা অবস্থায় আন্দোলন করা স্ববিরোধী'।
আজ সোমবার সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, 'কেউ গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলনে যেতেই পারে। এখানে আমাদের কোনো মন্তব্য নেই, এটা তাদের অধিকার। তবে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ নিয়ে আলোচনা এখনো চলমান। আলোচনা চলমান থাকা অবস্থায় আন্দোলন করা স্ববিরোধী।'
আরও পড়ুন: জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবিতে বিক্ষোভের ডাক জামায়াতের
কোনো দলের নিষিদ্ধের বিষয়ে বিচারিক প্রক্রিয়ার বাইরে অন্যান্য প্রক্রিয়াকে বিএনপি সমর্থন করে না বলে জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, 'স্বৈরাচারের দোসর বা অন্যান্য অপরাধীদের কীভাবে দায়ী করা যায়, এর জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যেতে পারে।'
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ দিনের কর্মসূচি
পিআর পদ্ধতির বিষয়ে কোনো মন্তব্য নেই জানিয়ে সালাহউদ্দিন বলেন, পিআর পদ্ধতি আমাদের আলোচনার টেবিলে নাই। কারণ, পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য বাস্তবায়নযোগ্য না।
উল্লেখ্য, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবিতে আজ সোমবার ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে খেলাফত মজলিস। অন্যদিকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসও একই দিনে একই কর্মসূচির ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।