মব তৈরি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনা সদর
মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে 'ছোট করার' কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বনানীতে স্টাফ রোডের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের এ অবস্থান তুলে ধরেন সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ শফিকুল ইসলাম।
তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের অন্তরের অন্তঃস্থল থেকে সম্মান ও শ্রদ্ধা করি। এ ধরনের শ্রদ্ধা-সম্মান আগেও যেমন করেছি, এখনও করি এবং ভবিষ্যতেও করব।'
এ সময় তিনি আরও বলেন, 'কোনো মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।'
মব বিষয়ে 'জিরো টলারেন্স' নীতির কথা তুলে ধরে তিনি বলেন, 'যেখানেই যখন মব হয়েছে, সেখানে দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কয়েকটি জায়গায় সোর্স থেকে তথ্য পেতে দেরি হয়েছে।'
'আর যেকোনো ঘটনা ঘটার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যায়, তারপরে সেনাবাহিনীকে অনুরোধ করা হয়। এর মধ্যেই কিছু হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনী দায় নিতে পারে না।'
সম্প্রতি ফজলুর রহমানের বাসার সামনে মবের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা যখনই মেসেজ পেয়েছি, সঙ্গে সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।'
আইনশৃঙ্খলা বাহিনীর সব অংশীদারকে এক হয়ে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'এরই মধ্যে সম্মিলিতভাবে কাজ করা শুরু হয়েছে। একসাথে কাজ করলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করি।'
ডাকসু নির্বাচন নিয়ে শফিকুল ইসলাম বলেন, 'আগেও বলেছি, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে কিছু অপপ্রচার চালানোর চেষ্টা হয়েছে। এই অপপ্রচারে কেউ কোনো সুবিধা করতে পারেনি।'
ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতান্ত্রিক চর্চা হবে, এটাই চাওয়া বলে মন্তব্য করেন এ সেনা কর্মকর্তা।