হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, বাড়বে না সময়: মন্ত্রণালয়

আগামী বছর হজে যাওয়ার প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে জানায়, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিঠিতে মুসলিম মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে এ বার্তাটি ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে বিনা খরচে এসএমএস পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ জুলাই ৪ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়। হজ প্যাকেজ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর বাকি অর্থ পরিশোধ করতে হবে।
মন্ত্রণালয়ের ১০ আগস্টের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ২০২৬ সালে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।