পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গা পূজায় মদ-গাঁজার আসর বসানো যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, '২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার মেলায় এসব হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।'
আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চলতি বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পূজা আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও জানান, দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের আশঙ্কা বা উদ্বেগ প্রকাশ করেননি।
উপদেষ্টা বলেন, 'পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে তিন লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে। স্থানীয় পর্যায়ে পূজা কমিটিগুলোও তাদের নিজস্ব ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করবে। প্রতিটি মণ্ডপে দিন-রাত ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হবে।'
তিনি জানান, নিরাপত্তার জন্য একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করা যাবে।
এছাড়া, সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জন সম্পন্ন করার বিষয়েও সংশ্লিষ্ট সব পক্ষ একমত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।