বন্ধ ৪০ দিনে ডিএসসিসিতে ৫ কোটি টাকার ভুয়া জ্বালানি খরচ, সত্যতা পেল দুদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র-সংক্রান্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ ৫ কোটি টাকার ভুয়া তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান শুরু করে। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
দুদক জানায়, ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা- সকলেই দুর্নীতিতে জড়িত। যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো তথ্য দিতে পারেনি।
সংস্থাটির সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা।
ইকরাম হোসেন বলেন, 'ড্রাইভার থেকে শুরু করে ঐ দপ্তরের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে।'
দুদক সূত্রে জানা গেছে, ডিএসসিসির কর্মকর্তাদের জন্য বরাদ্দ সরকারি গাড়ি বাস্তবে ব্যবহার না হলেও কাগজপত্রে জ্বালানির ভুয়া বিল দেখিয়ে বিপুল অঙ্কের টাকা উত্তোলন করা হয়। পরে সেই অর্থ আত্মসাৎ করা হয়। এ অভিযোগের ভিত্তিতেই আজ নগর ভবনে অভিযান চালায় দুদক।