কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। পাশাপাশি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে, হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তী সময়ে ধীরে ধীরে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গণঅধিকার পরিষদের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। তাদের দ্বারা সৃষ্ট আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।'
এর আগে গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এদিনও জাপা কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে নুরুল হক নুরসহ নেতা-কর্মীরা গণঅধিকার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলায় নুরসহ অনেকে আহত হন। বর্তমানে নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।