নতুন শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করে রাকসুর পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাকসু, হল সংসদ ও সিনেটের নির্বাচনকে অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার লক্ষ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।'
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অনুযায়ী নতুন শিক্ষার্থীরাও রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের জন্য ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং মঙ্গলবার রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে প্রশাসন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নতুন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার কারণে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র উত্তোলন এবং বৃহস্পতিবার ও রবিবার জমা দেওয়া যাবে। তবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর।
তিনি আরো জানান, দ্রুত সময়ের মধ্যে নবীন শিক্ষার্থীদের পরিচয়পত্র ও হলের সংযুক্তি সম্পন্ন করা হবে। ডোপ টেস্টের প্রতিবেদন শিক্ষার্থীদের হাতে মেডিকেল সেন্টার থেকে সরবরাহ করা হবে এবং আরেকটি কপি কমিশনের নথিতে সংরক্ষিত থাকবে।
এর আগে নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শুরু থেকেই আন্দোলন করে আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।