রাস্তা বন্ধ করে গুলশানের বাসা থেকে যাতায়াত: সরিয়ে দেওয়া হলো গাজীপুরের পুলিশ কমিশনারকে

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে মো. নাজমুল করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টাস) মোহাম্মদ শরীফ উদ্দীন স্বাক্ষরিত এক আদেশে তাকে দায়িত্ব হস্তান্তর করে আগামীকাল মঙ্গলবার ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।
আদেশ অনুযায়ী, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্ব অর্পণ করে আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাকে পুলিশ সদর দপ্তর ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়।
গত সপ্তাহে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, প্রতিদিন ঢাকা ও গাজীপুরে যাতায়াতের সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তারপরই এ সিদ্ধান্ত এল।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান ঢাকায় থাকেন। প্রতিদিন গুলশানের বাসা থেকে গাজীপুর আসেন, ফেরেনও একইভাবে।
যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। তার ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মো. নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর ১১ নভেম্বর। চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি।