ডাকসু নির্বাচনে স্থগিতে হাইকোর্টের আদেশ: প্রশাসনের গাফিলতির কারণে রাজপথে নামতে হলো, ঢাবি ছাত্রদল সভাপতি

প্রশাসনের গাফিলতির কারণে রাজপথে নামতে হলো বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের একের পর এক ব্যর্থতার কারণে হাইকোর্ট নির্বাচন স্থগিত করতে পেরেছে। আমরা বারবার ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।প্রশাসনের বালখিল্য আচরণের কারণে আমরা আজ ধাক্কা খেলাম, তাদের গাফিলতির কারণে আমাদের রাজপথে দাঁড়াতে হলো।'
ডাকসু নির্বাচন স্থগিত সংক্রান্ত উচ্চ আদালতের এক নির্দেশের প্রতিবাদে সোমবার (১ সেপ্টেম্বর) তাৎক্ষণিক মিছিলের পর অপারেজয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিকে সমাবেশে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন বন্ধের ফাক-ফোকর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তামাশা করেন? ডাকসু নির্বাচন সঠিক সময়ে হবে। এটিকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারো নেই।'
তিনি বলেন, 'প্রশাসনকে আমরা কিছু বিষয়ে স্পষ্ট প্রমাণসহ অভিযোগ দিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি।'
এর আগে ছাত্রদলের মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে সমাবেশ করে দলটি।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরক 'ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার' 'হাইকোর্টের প্রহসন, মানি না, মানব না'—স্লোগান দেন।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে আজ হাইকোর্টের দেওয়া আদেশ পরবর্তীতে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।