সব জাতিগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ দেশ গড়তে চায় বিএনপি: তারেক

বিএনপি দেশের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ আগস্ট) ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠীকে একেকটি 'রঙ' উল্লেখ করে তারেক রহমান বলেন, 'দেশকে আমরা বলেছি রেইনবো ন্যাশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখা আমাদের মূল লক্ষ্য। সকল জাতিগোষ্ঠী মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।'
সমতল ও পাহাড়ে বসবাস করা সকলের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ রক্ষায় বিএনপির বিশেষ উদ্যোগ রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জাতীয় সংসদ ও দলীয় কমিটিতে যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি, ক্ষুদ্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠান, ট্রাইবুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসেবে মর্যাদা প্রদান, দেশি-বিদেশি প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণ, নারী উদ্যোক্তাকে সহজে ঋণ প্রদান বাস্তবায়নে বিএনপির পরিকল্পনা রয়েছে।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের ধর্ম, ভাষা, সাংস্কৃতিক সংরক্ষণের স্বার্থে যে-কোনো মূল্যে শিক্ষা, কর্মসংস্থান, কর্মদক্ষতা অর্জনের সুযোগ গ্রহণ করা জরুরি। নিজেদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার চর্চা ও প্রয়োগের ক্ষেত্রেও আপনাদের সক্রিয় থাকা জরুরি।
পাহাড়ি অঞ্চল কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, বহু জাতি-ভাষা-সংস্কৃতির মানুষ দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি। স্বাধীনতার পরে সবাইকে বাঙালি বানাতে গিয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মনে একটি অবিশ্বাসের বীজ বপন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মন থেকে সেই অবিশ্বাসের বীজ দূর করেন।
বিএনপির দৃষ্টিভঙ্গির কথা জানিয়ে তারেক রহমান বলেন, 'আমাদের ধর্ম-ভাষা-গোত্র-বর্ণ-দলমত-দর্শন যাই হোক, মাতৃভূমি সবার। প্রত্যেকের প্রধান এবং প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। রাষ্ট্রে সকলের অধিকার সমাধান, বাংলাদেশ সবার।'
তিনি বলেন, দেশে বর্তমানে কোটা পদ্ধতিতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সমতলে বসবাস করা ক্ষুদ্র জনগোষ্ঠীর নিয়োগ প্রক্রিয়া জটিল। সমতলে বসবাসকারীদের প্রত্যয়নপত্র জোগাড় করা কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ। বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠীর নিয়োগ প্রক্রিয়া সহজ করার বিষয়ে চিন্তাভাবনা রয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সকলের সমর্থন ও সহযোগিতা চায় তারেক রহমান।