ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার থেকে ১০ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসি শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন কার্যক্রমের জন্য উল্লিখিত চারদিন একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
ভোটের ফলাফলও একই দিন ঘোষণা করা হবে। ২০১৯ সালের পর এবারই প্রথম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সময় ২৮ বছর পর নির্বাচন হয়েছিল।
কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি একইসাথে হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে পুরো ক্যাম্পাসজুড়ে।