নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা নুরুল হক নুরের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শনিবার (৩০ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, 'এ ধরনের সহিংসতা শুধু নুরুল হক নুরের উপর হামলাই নয়, বরং এটি গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে আঘাত করেছে।'
বিবৃতিতে বলা হয়, সরকার জনগণকে আশ্বস্ত করছে যে এই ঘৃণ্য ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি প্রভাবশালী বা উচ্চপদস্থ হলেই দায় এড়াতে পারবে না। স্বচ্ছ ও দ্রুততম প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
এর আগে ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কয়েকজন আহত হন। তাদের মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালায়।
অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জাতীয় পার্টির সমর্থকরাই প্রথমে তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়, যার জেরেই সংঘর্ষের সূত্রপাত।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্য ও পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় বলে জানিয়েছে পুলিশ।