শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হলেন মো. আব্দুর রহমান
এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। সেখানে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মো. আব্দুর রহমান তরফদার। ছবি: সংগৃহীত
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেব মো. আব্দুর রহমান তরফদারকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ ( ২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান তরফদারকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হল।
এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। সেখানে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।