৩ দফা দাবিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’; বুয়েটে পরীক্ষা স্থগিত, চুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ

তিন দফা দাবিতে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'প্রকৌশল অধিকার আন্দোলন'।
'প্রকৌশলী অধিকার আন্দোলন'-এর সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু জানান, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তবে জনদুর্ভোগ এড়াতে তারা মাঠের কর্মসূচি সীমিত রাখার চেষ্টা করছেন।
আজ বিকেল ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর রাজধানীর মিন্টো রোডে হামলার ঘটনায় বুধবার রাতে দুঃখপ্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাত ১০টার দিকে শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দুঃখ প্রকাশ করেন এবং কমিটি গঠন করে বিষয়টি দেখভালের আশ্বাস দেন।
পরে রাত ১১টার দিকে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি তুলে নেন।
আর আগে, তিন দফা দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েটের শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে শুরু করেন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
এদিকে, ঢাকায় বুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল চুয়েট এবং রুয়েট-এর শিক্ষার্থীরা সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:
১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।
২. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।
৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।
বুয়েটে পরীক্ষা স্থগিত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ হতে ১৮/০৯/২০১৫ খ্রিঃ তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সকল পরীক্ষা স্থগিত করা হলো।'
এতে আরও বলা হয়, 'একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'
চুয়েটে ক্লাস-পরীক্ষা বন্ধ
তিন দফা দাবিতে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ফলে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে বন্ধ রয়েছে চুয়েটের সব ক্লাস ও পরীক্ষা।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চুয়েট প্রতিনিধি সাইকা সুহাদা জানান, 'সকাল থেকে শিক্ষা-কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে পরিবহন পুলের বাসগুলো ছেড়ে যায়নি। এ কারণে ক্যাম্পাস অনেকটা ফাঁকা।'