বাংলাদেশ হয়তো সামাজিক পুঁজির অনেকখানি হারিয়ে ফেলছে: ডাকসু নির্বাচনে সেনাবাহিনী প্রসঙ্গে আলতাফ পারভেজ

বাংলাদেশ তার সামাজিক পুঁজির অনেকখানি হারিয়ে ফেলছে বা ফেলেছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ। আজ বুধবার এক ফেসবুক পোস্টে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই ঘটনায় গভীর অনেক সামাজিক ও রাষ্ট্রনৈতিক বার্তা আছে বলে মনে হচ্ছে। নিজ নিজ পরিসরে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রশাসনের সক্ষমতা, কর্তৃত্ব এবং গ্রহণযোগ্যতাও অনেকখানি আঁচ করা যাচ্ছে এ থেকে।'
টিবিএস পাঠকদের জন্য ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো―
'দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী-সংসদের নির্বাচনেও সেনাবাহিনী চাওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর অনেক সামাজিক ও রাষ্ট্রনৈতিক বার্তা আছে মনে হচ্ছে। নিজ নিজ পরিসরে শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর প্রশাসনের সক্ষমতা, কর্তৃত্ব এবং গ্রহণযোগ্যতার অনেকখানি আঁচ করা যাচ্ছে এ থেকে।
শিক্ষার্থীদের উপর শিক্ষা প্রশাসনের আস্থা কতটুকু-কী-আছে সেটাও স্পষ্ট এ থেকে।
এরকম কাজে পুলিশ প্রশাসনকে ডাকার দিনও শেষ হয়ে গেল মনে হচ্ছে। বাংলাদেশের সমাজের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা ও পরিণতি সম্পর্কিত অনেক অনুমান সামনে চলে আসে উপরিউক্ত ভরসাহীনতার ভেতর দিয়ে।
ক্যাম্পাসগুলো যখন ডেমোক্রেসি চাইছে এবং যে দাবির ফল হিসেবে ডাকসু-জাকসু-রাকসু নির্বাচন হতে যাচ্ছে সে-ই দাবি উত্থাপনকারী ভোটাররা (যাঁরা মূলত সতীর্থ!) নিজেদের প্রায়-পারিবারিক-পরিসরে পরিচিত শিক্ষক-শিক্ষিকাদের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিনিধি বাছাইয়ের ভোট করতে পারবেন না, সেনাবাহিনীকে ডাকতে হচ্ছে—এটা বিস্তর বার্তাবহ বৈকি।
রাষ্ট্রের নানান প্রতিষ্ঠানের এরকম সামাজিক কাজগুলোতে সেনাবাহিনী ও বিজিবিকে ডাকার রেওয়াজ গড়ে উঠলে গুরুত্বপূর্ণ এই সংস্থাগুলো জাতীয় প্রতিরক্ষার কাজে সময় দিবে কীভাবে?
আবার, উপায়ও তো নেই মনে হচ্ছে।
প্রশাসন যে নিত্যদিনের অভিজ্ঞতা থেকে অনিবার্য সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে সেও অস্বীকার করা যায় না।
সামগ্রিকভাবে মনে হচ্ছে, বাংলাদেশ হয়তো তার সামাজিক পুঁজির অনেকখানি হারিয়ে ফেলছে বা ফেলেছে।
সহযোগিতা, বিশ্বাস ও মূল্যবোধের এত ঘাটতি নিয়ে এত বেশি মানুষ এত অল্প জায়গায় কীভাবে এগোবেন? সামাজিক পুঁজি তো অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুঁজিরই ঘণীভূত রূপ।'
আলতাফ পারভেজ দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক
বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।
[লেখাটি আলতাফ পারভেজের ফেসবুক থেকে নেয়া]