আত্মসমর্পণের আবেদন করে শুনানিতে আসেননি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুলের স্ত্রী-সন্তানরা

৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর গুলশান থানার এক মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণের আবেদন করেও জামিন শুনানিতে হাজির হননি রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের স্ত্রী ও দুই ছেলে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আইনজীবীর মাধ্যমে আসামিরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। তবে শুনানির সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ. আজহারুল ইসলামের আদালত।
মামলার আসামিরা হলেন- রফিকুল ইসলামের স্ত্রী জোবেদা বেগম এবং দুই ছেলে কাওছার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপু।
সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও শুনানিতে উপস্থিত না থাকায় এই আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
তিনি আরও বলেন, আসামিপক্ষে আইনজীবী সৈয়দ আল জোবায়ের (নিলয়) সকালে তাদের আত্মসমর্পণের আবেদন করেন। বিকেল ৪টার দিকে মামলাটির শুনানির জন্য ডাকা হয়। এসময় কয়েকবার আসামিদের ডাকা হলেও তাদের পাওয়া যায়নি।
মোক্তার হোসেন বলেন, এসময় বিচারক তাদের আইনজীবীর কাছে জানতে চান আসামির কোথায় আছেন? তখন আইনজীবী জানান যে আসামিরা এজলাসের বাইরে আছেন। বিচারক আসামিদের নাম ধরে ডাকতে বলেন। কিন্তু আসামিরা না আসায় বিচারক আইনজীবীকে উদ্দেশ্যকে করে বলেন, আত্মসমর্পণের আবেদন করে আসামি উপস্থাপন করবেন না?
তিনি বলেন, তখন আইনজীবী জামিনের আবেদন ফেরত নিতে চান। তখন বিচারক বলেন যে শুনানি হয়ে গেছে, ফেরত হবে না। আগেই ফেরত নেওয়ার কথা বলতেন। এরপর আদালতে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে আদেশ দেন।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং তার 'স্বার্থসংশ্লিষ্ট' ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৮৭৮ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার গুলশান থানায় মামলাটি দায়ের করে।